নতুন স্বাধীনতার সুফল দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে

চৌগাছায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেছেন, ’২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ স্বাধীনের ৫০ বছর পর আমরা আবারও একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতার সুফল দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার সকালে চৌগাছায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময়ে নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, আমরা সকলে জনগণের সেবক, মানুষ আমাদের কাছে সেবা নিতে এসে যেন কোনভাবে বঞ্চিত না হয় সে দিকে সকলের খেয়াল রাখতে হবে। চৌগাছা সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে এখানে মাদকের কারবার চলে উল্লেখ করে তিনি বলেন, এ জনপদে শিক্ষার হার খুবই কম, তাই আপনারা সকলে মিলে শিক্ষার হার বৃদ্ধি করুন, দেখবেন এক সময় সমাজ হতে মাদক নির্মূল হয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, মুক্তিযোদ্ধা সংসদ চৌগাছা শাখার সাবেক কমান্ডার রুহুল আমিন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, পাশাপোল আমজামতলা মডেল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সাংবাদিক রহিদুল ইসলাম খান, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রধান শিক্ষক শওকত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চৌগাছা শাখার মুখপাত্র ইয়াছিন আহমেদ প্রমুখ।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সুধীজন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে আউশ ধান উৎপাদনে উপজেলার ১৫৭০ কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ, সার তুলে দেন। প্রতিজন কৃষক ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার পেয়েছেন।

একই সাথে পাট চাষের জন্য উপজেলার ৩৩০ জন কৃষকের প্রত্যেকে মাঝে ১ কেজি পাটের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি পটাশ সার বিতরণ করেন। এ সময় তিনি তিনজন নারীকে তিনটি সেলাইমেশিন দেন।