সুন্দরবনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ কোস্টগার্ডের আয়োজনে সুন্দরবন সংলগ্ন মোংলার প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিল আমেরিকান দূতাবাসের একটি মেডিকেল টিম।

বৃহস্পতিবার মোংলার জয়মনিরঘোল এলাকায় এই সেবা শেষে দেওয়া হয় ওষুধ, শাড়ি , গেঞ্জি ও জামা । দুই শতাধিক লোক এই সেবা পান।

কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মাকসুদা জাহান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষকে বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে কোস্টগার্ড।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন বাগেরহাট জেলার মোংলা থানার জয়মনিঘোল ও তৎসংলগ্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করে।

আমেরিকান দূতাবাসের সিভিল মিলিটারি সাপোর্ট এলিমেন্টের পরিচালক রায়ান রে ও এসএসজি ইউএসবি টেলর চেজ টিলারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।