গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে জখম

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে ধারালো দা ও লোহার রড দিয়ে ইহসানুল হক ওরফে হোসাইন নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, গত ৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে বাকুলিয়া বেজপাড়া মাঠে শ্রীরামপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মুন্না (২১), মালেকা বেগমের ছেলে মো. রিয়াজ (৩০), ইসমাইল হোসেনের ছেলে শাকিল হোসেন (২২), একই গ্রামের রানা (৩০) ও বাকুলিয়া গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সাব্বির (২১) হোসেন বসে গাঁজা সেবন করছিল।

এ সময় ইহসানুল হক ওরফে হোসাইন তাদের গাঁজা সেবনের ভিডিও ধারণ করেন। ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা তার ওপর চড়াও হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার মাদকসেবীরা শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইহসানুলের ওপর হামলা চালায় মাদকসেবীরা।

এ সম্পর্কে জানতে প্রধান অভিযুক্ত মুন্নাকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, অভিযোগটি তদন্তাধীন। খুব দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।