সাতক্ষীরায় পাঁচ মণ কেমিক্যালমিশ্রিত অপরিপক্ব আম বিনষ্ট 

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় কেমিক্যালমিশ্রিত অপরিপক্ব পাঁচ মণ গোবিন্দভোগ আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে পরিবহন কাউন্টারে দাঁড়িয়ে থাকা যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে এই আম জব্দ করে ডিবি পুলিশ।

সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক নিজাম উদ্দিন জানিয়েছেন, যমুনা লাইন নামের একটি পরিবহনে কেমিক্যালমিশ্রিত অপরিপক্ব গোবিন্দভোগ আম ঢাকায় পাঠানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই আম জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) প্রণয় কুমার বিশ্বাস সেখানে আদালত পরিচালনা করে যমুনা লাইনের সুপারভাইজার আশিকুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে গাড়ির চাকায় পৃষ্ঠ করে জব্দকৃত কেমিক্যালমিশ্রিত সব আম বিনষ্ট করা হয়।