ঝিকরগাছায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা॥ ঝিকরগাছার পল্লীতে পুকুওে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিকরগাছা সদর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে দুই শিশু খেলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন হোসেন (৩) ও জহির হোসেনের মেয়ে মেহেরিমা খাতুন (৩) বাড়ির পাশের পুকুরে ডুবে যায়।

পরিবারের লোকজন তাদেরকে অনেক খোঁজাখুঁজি করেন। পরে মরহুম সুলতান মিয়ার পুকুরে এক মৃত শিশুর লাশ ভেসে উঠতে দেখে গ্রামবাসী শিশুদের লাশ পুকুর থেকে উদ্ধার করেন। দুশিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশু দুটির লাশ দাফন করা হয়।