যশোরের রায়পাড়া থেকে বিদেশি পিস্তলসহ যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চাঁচড়া রায়পাড়া আলতাফের মোড় এলাকায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তলসহ রাব্বিল হোসেন মানিক (২৪) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটক যুবক শংকরপুর ইসহাক সড়ক এলাকার হিরুজুল হকের ছেলে।

ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিব জানান, রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া রায়পাড়া আলতাফের মোড় এলাকার বাপ্পি টি স্টলের সামনে অভিযান চালান। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে রাব্বিল হোসেন মানিক নামে ওই যুবক পালানোর চেষ্টা করেন। সাথে সাথে তারা তাকে আটক করেন।

পরে তার শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকানো স্পেনের তৈরি ১টি পিস্তল (৭ দশমিক ৬৫ এমএম) উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

এস.আই খান মাইদুল ইসলাম রাজিব আরো জানান, আটক মানিক শংকরপুর এলাকার সন্ত্রাসী শাহাবুদ্দিনের সহযোগী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মানিক এলাকায় নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ সন্ত্রাসীমূলক কর্মকান্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একটি প্রতারণা মামলা রয়েছে।