যশোর বোর্ডে ইংরেজি প্রথমপত্রে অনুপস্থিত ২০০৯ পরীক্ষার্থী 

0

স্টাফ রিপোর্টার ॥ কোনো শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা ছাড়াই যশোর শিক্ষা বোর্ডের এসএসসির ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে রেকর্ড সংখ্যক ২০০৯ জন পরীক্ষার্থী এ দিন পরীক্ষায় অনুপস্থিত ছিল।গত বছর (২০২৪ সালে)একই বিষয়ে ১২৩০ জন (০.৮৩ শতাংশ) পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে যশোর বোর্ডের ২৯৯টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা শুরু হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইংরেজি বিষয়ের পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৫ হাজার ৪৭১ জন। তবে পরীক্ষায় উপস্থিত হয় একলাখ ৩৩ হাজার ৪৬২ জন। সে হিসেবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২০০৯ জন(১.৪৮ শতাংশ)। গতবারের চেয়ে অনুপস্থিতির হার ও সংখ্যা উভয়ই বেশি।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড মো. আব্দুুল মতিনের দপ্তর থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।