চৌগাছায় ‘ঘাসমারা বিষ’ প্রয়োগ করে কৃষকের পটল ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্ত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় দুর্বৃত্তরা ‘ঘাসমারা বিষ’ প্রয়োগ করে কৃষকের এক বিঘা জমির পটল নষ্ট করে দিয়েছে। ঘটনাটি ঘটে শনিবার রাতে হাজরাখানা মাঠে।

ভুক্তভোগী কৃষক আনোয়ার হোসেন জানান, প্রতিদিনের মত পরিচর্যা করার জন্য রোববার সকালে তিনি তার পটল ক্ষেতে যান। সেখানে গিয়ে দেখেন দুর্বৃত্তরা ঘাসমারা বিষ প্রয়োগ করে তার সব পটল নষ্ট করে দিয়েছে।

তিনি আরও জানান, এতে কমপক্ষে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আমি এখন কি করে খাবো। আমার সব শেষ হয়ে গেছে। কারও সাথে আমার কোনো শত্রুতা নেই। শুধু এতটুকু বলতে পারি এই মাঠে অনেকের চেয়ে আমার পটল খুব ভালো হয়েছে।’

পাশের কৃষক বাবুল আক্তার বলেন, ফসলের নিরাপত্তা না থাকলে কৃষকরা কিভাবে চাষ করবে। এ ধরনের ক্ষতি করা আদৌ ঠিক না। তিনি বলেন, কারো সাথে কারো শত্রুতা থাকলে আইনের কাছে যেতে পারে। তাই বলে ফসলের ওপর শত্রুতা করা কোনো মানুষের কাজ হতে পারে না। এ ঘটনায় থানায় অভিযোগ দেবেন বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।