শার্শায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন যুবদল নেতা লাল্টু বিশ্বাসকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বেনাপোল পোর্ট থানার গয়ড়া-রাজাপুর রাস্তায়।

সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজাপুর গ্রামে অনুষ্ঠিত ধর্মীয় সভা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লাল্টু বিশ্বাস। এ সময় একদল সন্ত্রাসী গয়ড়া-রাজাপুর রাস্তায় মোটরসাইকেল থামিয়ে চা পাতি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে তাকে। সন্ত্রাসীরা মৃত ভেবে লাল্টু বিশ্বাসকে ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। যুবদল নেতা লাল্টু বিশ্বাস উলাশীর রামপুর গ্রামের জোহর আলী বিশ্বাসের ছেলে ও শার্শা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য।

এ ব্যাপারে উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ জানান, শুক্রবার রাতে সন্ত্রাসীরা যুবদল নেতা লাল্টু বিশ্বাসকে কুপিয়ে মৃত ভেবে পালিয়ে যায়। তিনি বলেন লাল্টু বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক।

শার্শা থানার অফিসার ইনচাজ (ওসি)র্ কে এম রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যদি কেউ অভিযোগ করে, তাহলে তদন্ত করে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।