ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে যশোরে দিনভর বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার॥ গতকাল শুক্রবার ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে সোচ্চার ছিল যশোর শহর। গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে ইসরাইলের গণহত্যার দিনভর মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয় শহরজুড়ে। সে দেশের জনগণের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে উত্তাল হয় যশোর।

শুক্রবার বাদ জুমা যশোর দড়াটানা ভৈরব চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার আয়োজনে নিরীহ ফিলিস্তিনের জনগণের ওপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে দুপুরে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে দড়াটানা ভৈরব চত্বর থেকে মিছিল বের হয়ে খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় মহান আল্লাহর নিকট ফিলিস্তিনের জনগণের জন্যে দোয়া কামনার মাধ্যমে মিছিল ও সমাবেশ শেষ করেন নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি, কওমী মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।

হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর শাখার নেতৃবৃন্দ বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় ফিলিস্তিনের নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। তাদের হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল ও শরণার্থী শিবিরগুলোও। বছরের পর বছর এমন বর্বরোচিত হামলা হলেও বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নীরবতা পৃথিবীর সকল মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

বক্তারা আরও বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজায় যে গণহত্যা ও বর্বরতা চালাচ্ছে তা ইতিহাসের সব নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। এই জুলুমের নেপথ্য কারিগর যুক্তরাষ্ট্র। আমেরিকার ছত্রছায়ায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল।

ইসরাইলি বর্বরতা বন্ধে জাতিসংঘ ও ওআইসি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মন্তব্য করে তারা আরও বলেন, এ ইস্যুতে মুসলিম রাষ্ট্রগুলোও ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেনি, যা দুঃখজনক ও হতাশার।

বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন ও গাজার জনগণের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেন। এছাড়া বিক্ষোভকারীরা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য দেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজির উদ্দীন, মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমিন, মাওলানা বেলায়েত হুসাইন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি শামসুর রহমান, মাওলানা আব্দুল হালিম, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি উবায়দুল্লাহ শাকির প্রমুখ।

বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ শেষে যশোর শহরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে।

এদিকে ফিলিস্তিনে দখলদার ইসরাইলী বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে আহলে হাদিস আন্দোলন ও বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। শুক্রবার জুমার নামাজের পর যশোর শহরের ষষ্ঠীতলা টাউন আহলে হাদিস জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল নিয়ে প্রেস ক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বক্তারা ফিলিস্তিনে মুসলিম হত্যাযজ্ঞ বন্ধে বাংলাদেশ সরকারসহ বিশ্ব সংস্থাসমূহের কাছে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সাথে দখলদার ইসলাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যশোর সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নিরাপদ রক্তদান সংস্থা আল আওন যশোর সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, আহলে হাদিস পেশাজীবী ফোরাম যশোর জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইকবারুজ্জামান খান। অন্যদিকে বিকেলে প্রেস ক্লাব যশোরের সামনে ‘ভ্যাসপা’র ব্যানারে মানববন্ধন ও পরে মিছিল হয়।

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা জানান, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে মহম্মদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও সদর ইউপির চেয়ারম্যান আক্তারুজ্জামান, যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা, হেফাজতে ইসলামের আমির হাফেজ আবু তালহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান মামুন, বড়রিয়া এ ডাব্লিউ ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক আবু নাঈম, বাজার মসজিদের ইমাম মাও. ওলিউল্লাহ, ব্যাপাড়ীপাড়া জামে মসজিদের ইমাম মাও. বিলাল হোসেন প্রমুখ।