অভয়নগরে ফুসকা খেয়ে অসুস্থতার সংখ্যা ২শ ছাড়ালো

0
  1. স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ।। যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থতার সংখ্যা দুইশ’ ছাড়িয়েছে। যার মধ্যে ১৮০জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর ১৩জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থদের সেবা নিশ্চিত করতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হাসপাতালে ভর্তি রোগীরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজের পূর্ব পাশে জনৈক মনিরুজ্জামানের চটপটির দোকান রয়েছে। ঈদের দিন সেখানে হাড়ি ফুচকা নামে ফুচকা বিক্রি হচ্ছিল। ওইদিন বিকেলে সেখান থেকে অনেকে ফুচকা খান। রাত ১২টার দিকে তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়। বুধবার  দুপুর পর্যন্ত দুই শতাধিক অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ১৮০ জন ভর্তি রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় ১৩ জনকে খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীমুর রাজীব জানান, অসুস্থদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা। ঈদের ছুটি বাতিল করে অসুস্থদের সেবা নিশ্চিত করতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।