মহেশপুর সীমান্তে আটক ১৫, ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর সীমান্তে শনিবার রাতে বিজিবি পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে। এ সময় একটি তামাক ক্ষেত থেকে ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ ও শিশুসহ ৮ জনকে আটক করা হয়।

একই সময় খোশালপুর সীমান্ত এলাকা থেকে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ ও শিশুসহ ৭ জন আটক হয়। এ ছাড়া এদিন রাতে উপজেলার পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের একটি তামাক ক্ষেতের ভেতর থেকে ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করে।

আটককৃতদের বাড়ি মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, ঢাকা ও বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।