যশোরের খড়কি থেকে শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের খড়কি এলাকা থেকে রাকিব হাসান (২১) নামের এক শিক্ষার্থী ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার ভাই আজগার আলী কোতয়ালি থানায় জিডি করেছেন।

খড়কি পীরবাড়ি এলাকার বাসিন্দা আজগার আলী জিডিতে উল্লেখ করেছেন, তার ভাই রাকিব এইচএসসিতে পাশ করে ভার্সিটিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

গত ১০ মার্চ সকাল ৮টার দিকে কোচিং যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রাকিব। কিন্তু এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। তার মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।