ক্রীড়াঙ্গনকে রাজনীতির উর্ধ্বে রাখতে হবে : শান্তনু ইসলাম সুমিত

সোনালী অতীত ক্লাবের ইফতার মাহফিলে

0

স্টাফ রিপোর্টার ॥ সোনালী অতীত ক্লাব যশোরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নাদিরা ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজ-এর প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

তিনি বলেন, ক্রীড়াঙ্গনকে সব রাজনীতির উর্ধ্বে রাখতে হবে। তা না হলে ভালো মানের ক্রীড়াবিদ কিংবা দক্ষ সংগঠক কোনটিই তৈরি হবে না। পতিত ফ্যাসিস্ট সরকার দলীয়করণের মাধ্যমে প্রকৃত ক্রীড়াবিদ ও সংগঠকদের নির্বাসনে পাঠিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়ে গেছে। অতীতে বিএনপি সরকার যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখনই দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণের উর্ধ্বে রেখেছে। প্রকৃত ক্রীড়াবিদ ও সংগঠকদের যথাযথ মূল্যায়ন হয়েছিল।

তিনি বলেন, যশোরের ক্রীড়াঙ্গন এক সময়ে অনেক সমৃদ্ধ ছিল। সেই অবস্থা থেকে অনেক দূরে সরে গিয়েছে। হারানো অতীত ফিরিয়ে আনতে প্রকৃত ক্রীড়াবিদ ও সংগঠকদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

ইফতারের পূর্বে যশোরের প্রয়াত ক্রীড়া সংগঠকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সোনালী অতীত ক্লাব যশোরের সভাপতি এ.বি.এম আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ মাশুক মোহাম্মদ সাথী, কাওসার আলী, ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো, মির্জা আখিরুজ্জামান সান্টু, সাবেক ফুটবলার হালিম রেজা, জয়নাল আবেদীন প্রমুখ।