কেশবপুরে বিল থেকে লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ কেশবপুরের চুয়াডাঙ্গা বিলের খাল পাড় থেকে এক ব্যক্তির মৃত্যুদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা বিলের মধ্যে জনৈক শাহাদাত হোসেন এর ঘেরের পাশে মালেক গাজী (৫৮) নামে এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা।

লাশটি ছিল চিৎ অবস্থায়, তার পায়ের উপর খেপলা জাল ও মাছ রাখার ডালি পড়ে ছিল। এলাকাবাসী পুলিশকে সংবাদ দিলে কেশবপুর থানার এস আই লিটন দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা নেন।

স্থানীয়ভাবে ও মৃত্যের আত্বীয়স্বজনদের মাধ্যমে জানা যায় মালেক গাজী(৫৮) পেশায় মাছ মারাসহ কৃষিকাজ করতেন। মঙ্গলবার সকালে খেপলা জাল নিয়ে মাছ ধরার জন্য বাড়ি হতে বের হয়। তাদের ধারনা, জাল ফেলা অবস্থায় ষ্টোক করে মারা গিয়েছেন।