চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য ও নিষিদ্ধ কসমেটিক্স রাখার দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় শিশুখাদ্য, কাপড় ও কসমেটিক্সের দোকান মালিককে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিশুখাদ্য, কাপড় ও কসমেটিক্সের দোকানে তদারকি করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, তদারকির সময় বিএইচবি এন্টারপ্রাইজের মালিক বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য রাখার দায়ে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার, নিষিদ্ধ কসমেটিক্স বিক্রির দায়ে নিউ মার্কেটের মেসার্স সৌখিন স্টোরের মালিক শোয়েব মাহমুদকে ২ হাজার ও মেসার্স পায়েল কসমেটিক্সের মালিক সুমন সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বিএইচবি এন্টারপ্রাইজের মালিককে মানসম্মত শিশুখাদ্য কেনাবেচার জন্যে নির্দেশনা দেওয়া হয়।
তদারকির সময় সহযোগিতায় ছিলেন ক্যাব সদস্য রফিকুল ইসলাম।