খালেদা জিয়া ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যশোরে ছাত্রদলের মিছিল

0

স্টাফ রিপোর্টার ॥ অধ্যাপক নার্গিস বেগমকে বিএনপির ভাইস চেয়ারম্যান মনোনীত করায় দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে যশোর জেলা ছাত্রদল।

শনিবার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরানের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি রেল রোড, চারখাম্বার মোড়, সিভিল কোর্ট মোড় হয়ে এম এম আলী রোডে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সরকারি এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম প্রমুখ।