ছেলে হত্যার বিচারের দাবিতে বাবার সংবাদ সম্মেলন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে সন্তান হত্যা রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাবা। শনিবার বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বাবা কচুয়া উপজেলার রঘুদত্তকাঠি গ্রামের শাহীন হাওলাদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কচুয়া উপজেলার রঘুদত্তকাঠি গ্রামের যুবক রাকিবুল ইসলাম খুলনার রূপসা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (রূপসা ম্যাটস) থেকে পড়াশোনা শেষ করে স্থানীয় মাহমুদা ডায়াগনস্টিক সেন্টারে কর্মজীবন শুরু করেন। কর্মস্থলের কাছেই একটি মেসে থাকতেন তিনি। শাহীন হাওলাদারের ভাষ্যমতে, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর রাকিবুল পরিবারের অজান্তেই গ্রামের মেয়ে আখি খাতুনকে বিয়ে করেন। কিন্তু বিষয়টি জানাজানি হলে আখির পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে।

এক পর্যায়ে রাকিবুল ও তাঁর বাবাকে হুমকির মুখে পড়তে হয়। রাকিবুলের মৃত্যুর পর তার পরিবার এটি নিছক সড়ক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকা- বলে দাবি করে। তিনি বলেন, ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক থাকা তার একমাত্র ছেলে রাকিবুলকে ঠা-া মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার ন্যায় বিচার চাই।

২০২৩ সালের ৬ নভেম্বর নিহত রাকিবুলের বাবা শাহীন হাওলাদার আসলাম জমাদ্দার, রিপন শেখ, ওমর ফারুক, সেন্টু জমাদ্দার, আখি খাতুন, অঞ্জন ঘোষ ও মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি সিআইডির পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে কচুয়া থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ্মামলাটির তদন্ত সম্পন্ন করে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে।