পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে বাগআঁচড়ায় জামায়াতের শোভাযাত্রা

0

 

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ বাগআঁচড়ায় পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামী উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
এরআগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম বক্তব্য রাখেন।
আরো বক্তব্য রাখেন,শার্শা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদ,ঝিকরগাছা থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান,বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী, সেক্রেটারি মাস্টার তবিবুর রহমান, কায়বা ইউনিয়ন জামায়াতের আমির আমিরুল ইসলাম, সেক্রেটারি গাজী মাওলানা রুহুল আমিন, গোগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।