যশোরে বিএনপির সমাবেশ সফলে উপজেলাগুলোতে প্রস্তুতি সভা

0
লোকসমাজ ডেস্ক॥ কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি যশোরে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মৃল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে এসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টায় যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠেয় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মনিরামপুর : সমাবেশ উপলক্ষে গতকাল মনিরামপুরে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, মিজানুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, খান শফিয়ার রহমান, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, জাহাঙ্গীর বিশ্বাস, আব্দুস সাত্তার দফাদার, আব্দুর রাজ্জাক,মহিলাদল নেত্রী লুৎফুন্নাহার বেগম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, পৌর আহ্বায়ক আব্বাস উদ্দিন, বিল্লাল গাজী প্রমুখ।
অভয়নগর : অভয়নগর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্বোগে শনিবার বিকালে এক বিশাল প্রচার মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। মিছিলের আগে এক পথ সভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্লা হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি নির্মল কুমার বিট, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম কবির, বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলম মোল্লা, থানা সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ, পৌর সদস্য সচিব মোঃ আঃ সবুব প্রমুখ।
কেশবপুর : বিকেলে থানা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা মাস্টার শফিকুল ইসলাম, মাস্টার রেজাউদ্দৌলা নিজাম, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম গাজী, ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, মোকাররম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, থানা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, যুবদল নেতা মেহেদী হাসান হিমেল, হেলাল উদ্দিন, তরিকুল ইসলাম, থানা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাভারণ : শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রফিকুল হাসান তৃপ্তি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোস্তফা কামাল মিন্টু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহিদুল ইসলাম শহিদ প্রমুখ। সমাবেশ শেষে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি প্রচার মিছিল শার্শা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে সমাবেশ সফলের লক্ষ্যে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি প্রচার মোটরসাইকেল র‌্যালি হয়।
চুড়ামনকাটি :  চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমবটতলা বাজারে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ওলিয়ার রহমান, মাস্টার শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম,বিএনপি নেতা মাস্টার শিমুল হোসেন, সাইফুল আজম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মাহাবুল হাসান, মীর মিজান, ইউনিয়ন যুবদল নেতা সাজ্জাদ হোসেন বাদশা, ছাত্রনেতা নাজমুল হাসান আরিফ হোসেন প্রমূখ। মিছিল শেষে বাজারে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।