পবিত্র শবে বরাত পালিত

0

স্টাফ রিপোর্টার।। আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র শবে বরাত। ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের আয়োজনে জেলা মডেল মসজিদে যথাযথ মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হয়েছে। এছাড়া প্রতিটি পাড়া-মহল্লার মসজিদে মাগরিবের নামাজের পর থেকে দিন উপলক্ষে ইবাদত বন্দেগিতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসুল্লি।

শুক্রবার দিনটির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বাদ আছর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মন্ডলগাতি মাদ্রাসার শিক্ষক ও যশোর জেলা স্কুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ আলী, পিটিআই জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহামান। আলোচনাসভা পারিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতী মাওলানা মঈনুদ্দিন। যশোর শহরের ধর্মপ্রাণ মুসলমান পুরুষ ও নারীগণ ইবাদত বন্দেগীর জন্য জেলা মডেল মসজিদে সমবেত হন। আলোচনা গভীর রাত পর্যন্ত চলে। মুসুল্লিরা নফল নামাজ, জিকির আজগার, তাছবিহ তাহলিলের মাধ্যমে রাতটি অতিবাহিত করেছেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে যশোরের মডেল মসজিদে শুক্রবার বাদ আসর থেকে শুরু হয় আলোচনা

পবিত্র রজনীতে দেশ,জাতির উন্নতি, সমৃদ্ধি ও কল্যণ কামনা করে মোনাজাত পারিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতী মাওলানা মঈনুদ্দিন।