শৈলকুপায় বিএনপি’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

0
শৈলকুপা(ঝিনাইদহ) সংবাদদাতা ।। ১৮ ফেব্রুয়ারি ঝিনাইদহের বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে শৈলকূপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে  কলাহাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় । শুক্রবার সকাল১০টায় পৌর বিএনপি’র সভাপতি মোঃ আবু তালেব মিয়ার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ঝিনাইদহ জেলা বিএনপি’র  সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ।
আরও  বক্তব্য রাখেন  জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা ওসমান আলী বিশ্বাস, শৈলকূপা উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক পৌর মেয়র মোঃ খলিলুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান দিপু,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুরকিসহ প্রমুখ। উপজেলা বিএনপি’র সাধারণ  সম্পাদক  অ্যাডভোকেট  হুমায়ূন বাবর ফিরোজের পরিচালনায়  এসব অনুষ্ঠিত হয়।