এমএম কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সমাপনী দিনের খেলা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম।
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটি আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান প্রফেসর আব্দুল কাদের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার মুখপাত্র ফাহিম আল্ ফাত্তাহ, এমএম কলেজ শাখা শিবির সভাপতি রাসেল ফারহান প্রমুখ। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৫ ইভেন্টে ১৯ টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রত্যেক ইভেন্টের তিনজন বিজয়ীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।