শামস-উল-হুদা স্টেডিয়ামে টি-১০ ক্রিকেটের উদ্বোধন

0

স্পোর্টস রিপোর্টার ॥ আটটি একাডেমি নিয়ে যশোরে প্রথমবারের মত শুরু হয়েছে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার থেকে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হয়।

নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রথম দিনের চারটি খেলায় জয় লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে কেশবপুর ক্রিকেট একাডেমি, এস এস ক্রিকেট একাডেমি, যশোর ক্রিকেট কোচিং সেন্টার ও ক্লেমন ক্রিকেট কোচিং সেন্টার।

দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ঝিকরগাছা ক্রিকেট একাডেমি বনাম কেশবপুর ক্রিকেট একাডেমি। এ খেলায় কেশবপুর ক্রিকেট একাডেমি ১০ রানে জয় লাভ করে। খেলায় টস হেরে প্রথমে কেশবপুর ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে। জয়ের জন্য ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভার ব্যাটিং শেষে ৫ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে।

দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় মুসলিম ফ্রেন্ডস একাডেমি বসুন্দিয়া বনাম এস এস ক্রিকেট একাডেমি। এ খেলায় এস এস ক্রিকেট একাডেমি ২৩ রানে জয় লাভ করে। খেলায় টস হেরে প্রথমে এস এস ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভার ৮ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে। জয়ের জন্য মুসলিম ফ্রেন্ডস একাডেমি বসুন্দিয়া ৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভার ৩ বলে ৪২ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে।

তৃতীয় খেলায় মুখোমুখি হয় যশোর ক্রিকেট কোচিং সেন্টার বনাম মনিরামপুর ক্রিকেট একাডেমি। এ খেলায় যশোর ক্রিকেট কোচিং সেন্টার ৯ উইকেটে জয় লাভ করে। খেলায় টস জিতে প্রথমে মনিরামপুর ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করে। জয়ের জন্য যশোর ক্রিকেট কোচিং সেন্টার ৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

চতুর্থ খেলায় মুখোমুখি হয় ক্লেমন ক্রিকেট কোচিং সেন্টার বনাম আসাদ ক্রিকেট একাডেমি। খেলায় টস জিতে প্রথমে আসাদ ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করে। জয়ের জন্য ক্লেমন ক্রিকেট কোচিং সেন্টার ৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪ ওভার ৫ বলে কোন উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান, এজেড এম সালেক, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম, এ আকসাদ সিদ্দিকী শৈবাল প্রমুখ।