সাগরদাঁড়ী ইউপি ভবনে চেয়ারম্যানের কক্ষে তালা, সংঘর্ষে আহত ২৫

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুর উপজেলাল সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর কক্ষে এলাকাবাসীর এক পক্ষের তালা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গতকাল সকালে তালা দেওয়ার পর দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বুধবার সকালে স্থানীয় একটি পক্ষ গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি জানতে পেরে চেয়ারম্যান পক্ষীয়রা সেখানে গিয়ে তালা খুলে দেওয়ার দাবি জানান।

এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের মধ্যে ৯ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন ইউনুস হোসেন, আবু সাঈদ, মেহেদী হাসান রনি, সাগর, রকি, গোলাম মোস্তফা, আকাশ, নাঈম এবং চেয়ারম্যানের পক্ষে তার ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না ও কাজী মাজহারুল ইসলাম সোনা। আহত অন্যরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন।

যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের মজনু হোসাইন বলেন, ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত আওয়ামী লীগ করায় স্থানীয়ভাবে শেখ হাসিনার পক্ষে কাজ করছেন। এ নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। এর জের ধরে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় চেয়ারম্যানের পক্ষের লোকজন এসে তাদের উপর হামলা করে ১৪ থেকে ১৫ জনকে আহত করে। আহতদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বুধবার ইউনিয়ন পরিষদ বন্ধ থাকার সুযোগে তার প্রতিপক্ষরা পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় এলাকার সাধারণ জনতা তালা খুলে দেওয়ার দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হলে তাদের উপর হামলা করা হয়। হামলায় তার আপন দু’ভাইসহ সাতজন আহত হয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার চিংড়া বাজারে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।