যশোর ক্যান্টনমেন্ট কলেজ আন্তঃহাউস বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

0

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যান্টনমেন্ট কলেজ যশোরের ৩৬তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার কলেজ মাঠে প্রতিযোগিতার শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এবারের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫১ টি ইভেন্টে তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে মাইকেল মধুসূদন হাউস ২০৫ পয়েন্ট নিয়ে প্রথম, কাজী নজরুল হাউস ১২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং জমিসউদ্দিন হাউস ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে।

বুধবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন যশোর সেনানিবাসের আর্টিলারি ব্রিগেডে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইসতিয়াক আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এইচ কামরুল হাসান।