ঝিকরগাছায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি মহিউদ্দিন বিল্লা রুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস, ইন্সট্রাক্টর শিউলি খাতুন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুল ইসলাম, সঞ্জয় ঘোষাল, মুমতাহীনা বিলকিস ও নাজমুল হাসান সহকারী ইন্সট্রাক্টর তারিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মাহবুবুল আলম মন্টু, বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামছুর রহমান, পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক, সহকারী প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজগর, বোধখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ হাসান শামিম, অভিভাবক ডা. সাইফুল ইসলাম, আফসানা ইরানী খান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন থেকে ১০৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।