মনিরামপুরে বিএনপির বিক্ষোভ

0

 

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে যশোরের মনিরামপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে মনিরামপুরের দক্ষিণ মাথায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সহসভাপতি মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর বিশ্বাস, আব্দুল মজিদ, বিল্লাল গাজী প্রমুখ।