ঝিকরগাছায় অপারেশন ডেভিল হান্টে ৫জন আটক

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ অপারেশন ডেভিল হান্টে যশোরের ঝিকরগাছায় ৫জনকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

আটককৃতরা হলো, নির্বাসখোলা ইউনিয়নের পারবেড়ারোপানি গ্রামের কদর আলীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন (৪৫), বারবাকপুর গ্রামের মৃত-সায়েদ আলীর ছেলে উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন (৪৫), পৗরসদরের ৭নং ওয়ার্ড পুরান্দরপুর গ্রামের ফকির হোসেনের ছেলে রায়হান হোসেন (৩২), গঙ্গানন্দপুর ইউনিয়নের বালিয়া গ্রামের শাহাজাহান গাজীর ছেলে আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম, শংকরপুর ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামের মৃতআব্দুল করিমের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন আদম শফিউল্লাহ (৫০)।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন, আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।