বাঘারপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়ায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে সরকারি পাইলট স্কুল মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান, একাডেমিক সুপারভাইজার ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ, পাইলট স্কুলের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আব্দুল হাকিম, শামসুর রহমান, শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।