ইবি শিক্ষক হাফিজের স্থায়ী অপসারণের দাবিতে উপাচার্যেও বাসভবন ঘেরাও

0

ইবি সংবাদদাতা॥ ছাত্রী হেনস্তা, সমকামিতা উৎসাহিতসহ নানা অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। তারা তার স্থায়ী অপসারণের দাবিতে উপাচার্য বাসভবন ঘেরাও করেছেন।

মঙ্গলবার সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য বাসভবনে গিয়ে অবস্থান করেন।

মিছিলে শিক্ষার্থীরা ‘তদন্ত না ভন্ডামি, ভন্ডামি ভন্ডামি’, ‘প্রশাসনের সিদ্ধান্ত, মানি না মানবো না’ ‘প্রহসনের বিচার মানিনা মানবো না’, ‘প্রশাসনে প্রহসন, মানি না মানবো না’, ‘বিচার না পুরস্কার, পুরস্কার পুরস্কার’ প্রভৃতি শ্লোগান দেন।

গত ৭ অক্টোবর ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তা, আপত্তিকর মন্তব্য, শারীরিক ও মানসিক নির্যাতন, দাঁড়ি থাকলে শিবির ট্যাগ দিয়ে হেনস্তা, ইচ্ছাকৃতভাবে ফলাফল খারাপ করে দেওয়া, সমকামিতাসহ ২৭ দফা অভিযোগ তুলে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন বিভাগের শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের ২৬৬তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বার্ষিক ইনক্রিমেন্ট বাতিলসহ এক বছরের জন্যে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।