ঝিকরগাছা তারুণ্যের উৎসব সমাপ্ত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে যশোরের ঝিকরগাছার বিএম হাইস্কুলে ৩দিনব্যাপী তারুণ্যের উৎসর সমাপ্ত হয়েছে। রোববার বিকেল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, বিএম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ, লাউজানী নিউ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক এস এম সেলিম রেজা, ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান প্রমুখ।