শার্শায় ফেনসিডিলসহ দু নারী আটক

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ মাহাফুজা খাতুন (৫০) ও সাবিনা আমিন মৌ (৩৭) নামে দু নারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আটক মাহাফুজা বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের জুলফিকার আলী জুলুর স্ত্রী ও সাবিনা আমিন মৌ মুন্সিগঞ্জ সদরের ধলগা গ্রামের আমিন উদ্দীনের স্ত্রী।