ঝিকরগাছায় প্রাইভেটকার দূর্ঘটনায় জেলা ছাত্রদল নেতাসহ নিহত- ২

0
নাজমুস সাকিব ও ফাহিম বিশ্বাস

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় মর্মান্তিক প্রাাইভেট দুর্ঘটনায় যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক নাজমুস সাকিব (২৮) ঘটনস্থিলে ও তার বন্ধু ফাহিম বিশ্বাস (৩০) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর মোড় নামক স্থানে।

স্থানীয়রা জানিয়েছেন, নাজমুস সাকিব তার নিজের প্রাইভেটকার নং-ঢাকা (মেট্টো-গ-১২-৮৯৬০) ও তার বন্ধু ফাহিম বিশ্বাস যশোর থেকে ঝিকরগাছায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌছলে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে খাদে উল্টে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাকিবকে মৃত ঘোষণা করেন এবং ফাহিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০শয্যা হাসপাতালে রেপার্ড করেন। পরে ফাইমকে রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মৃত্যুবরণ করেন।

নিহত নাজমুস সাকিব পৌরসদরের পারবাজার গরহাট এলাকার মরহুম নাজমুল হুদা সোহেলের একাত্র ছেলে ও ফাহিম বিশ্বাস পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের ওহিদুজ্জামানের ছেলে।

শনিবার সকাল ১১টায় মোবারকপুর মোহাম্মাদিয়া ফোরকানিয়া মাদ্রাসা প্রজ্ঞনে নিহত নাজমুস সাকিবের জানাজা শেষে শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

জানাজা পরিচালনা করেন, হাফেজ মুশফিকুর রহমান রাব্বানী। জানাজাপূর্ব মরহুমের স্মৃতিচারণ করে করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু। এসময় ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম,সরদার শহিদুল ইসলাম, আশফাকুজ্জামান খান রনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কাকন, যশোর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল,উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ ঝিকরগাছা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাহিম বিশ্বাসের পিতা ওহিদুজ্জামান মোবাইলে বলেন, চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার ছেলে মৃতবরণ করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ফাহিম বিশ্বাসের লাশ নিয়ে ঝিকরগাছার উদ্দেশ্যে রওনা দেয়া হবে।