শিক্ষার্থীরা একটি না, দশটা রাজনৈতিক দল খুলুক আপত্তি নেই: বুলু

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা বায়ান্নর ভাষা আন্দোলন এবং একাত্তর সালকে অস্বীকার করে তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। শনিবার (২৫ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

বুলু বলেন, ‘যারা ১৯৫২ ও ১৯৭১-কে অস্বীকার করে তাদের সঙ্গে কোনো আপোষ নেই। যারা মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনকে অস্বীকার করে ১৯৪৭-এ ফিরতে চায় তাদের সঙ্গে কোনো আপোষ নেই। ৩০ লাখ মানুষের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এর সঙ্গে আপোষ নয়। যারা ১৯৭১ সালকে অস্বীকার করে, তারা এই দেশের নাগরিক না, তারা দেশকে ভালোবাসে না।’

শিক্ষার্থীদের রাজনৈতিক দল খোলা নিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, ‘শিক্ষার্থীরা একটি না, দশটা রাজনৈতিক দল খুলুক আপত্তি নেই। নির্বাচনে আসুক, মানুষ ভোটে নির্ধারণ করবে কে জিতবে।’

প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দ্রুত একটি নির্বাচন দিন। নির্বাচনে আমরা যতই আসন পাই, একটি জাতীয় সরকার গঠন করব।’