উত্তরে হাওয়া ও কুয়াশার দাপট, যশোরে ২৪ ঘণ্টায় তাপমাত্রা নেমেছে তিন ডিগ্রি

0

স্টাফ রিপোর্টার ॥ উত্তরে হাওয়ার দাপটে যশোরে এক দিনে তামপাত্রা নেমেছে তিন ডিগ্রি। সাথে আছে ঘন কুয়াশার প্রকোপ।  শনিবার থেকে আরো ঠান্ডা বাড়ার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস।
যশোর বিমান বাহিনী নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে যশোরে সর্বনি তাপমাত্রা রেকর্ড হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর একদিন পর শুক্রবার তা কমে দাঁড়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ব্যারোমিটারের কমার সাথে সাথে গত দুদিন শীত অনুভূত হচ্ছে অনেক বেশি।
বৃহস্পতিবার সকাল থেকেই যশোরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যশোর। সঙ্গে ছিল হিমেল হাওয়া, যা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দেয়। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছেনা। শুক্রবার দুপুর ১২ টার পর সূর্যের আলো দেখা দিলেও বিকেল থেকে কুয়াশার আভা আবার ছড়িয়ে পড়ে। এতে দিনের তাপমাত্রা বেশি থাকলেও শীত অনুভূত হয় অনেক বেশি।
আবহাওয়া অফিস বলেছে, আজ শনিবারও যশোরের প্রকৃতিতে কুয়াশা থাকতে পারে। তবে শনিবার থেকে তাপমাত্রা আরও কমে শীত বাড়তে পারে।
আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়ার কোনো সুযোগ নেই। এটি ক্রমান্বয়ে কমে ১০ ডিগ্রির নিচে নামলেও অবাক হওয়ার কিছু থাকবেনা।
এদিকে ঘন কুয়াশা ও শীতের দাপটের কারণে যশোরের জীবনযাত্রার ওপর কিছুটা প্রভাব পড়ছে। বিশেষ করে কৃষক ও দিনমজুরদের জন্য কাজ করতে কষ্ট হচ্ছে। শুক্রবার ছুটির দিন থাকায় সকালের দিকে মানুষ ঘর থেকে কম বের হলেও জীবিকার তাগিদে ঠিকই নিম্ন আয়ের মানুষদের ঘর থেকে বের হতে হয়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন তারা। বয়স্ক ও শিশুদের জন্যও ভোগান্তি ছিলো একই রকম।
সকালে শহরের দড়াটানা এলাকায় কথা হয় রিকশা চালক আব্দুল গফফারের সাথে। তিনি বলেন, শীত ও কুয়াশার কারণে শহরে মানুষের উপস্থিতি কম। যে কারণে ভাড়াও কম হচ্ছে।
একই কথা বলেন, ইজিবাইক চালক রফিকুল ইসলাম। তিনি বলেন, অন্যান্য দিন অফিস আদালত খোলা থাকে তাই শহরে যাত্রী বেশি হয়। আজতো ছুটি। তারপর শীত ও কুয়াশা। এ কারণে আয় রোজগার কম হচ্ছে বলে তিনি জানান।
ঘন কুয়াশার কারণে দিনের অধিকাংশ সময় সড়ক ও মহাসড়কে হেড লাইট জ¦ালিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়।
এদিকে যশোরে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা যখন বাড়ছে ঠিক তখনি জেলার বিস্তীর্ণ মাঠে বোরো আবাদের রোপন কাজ চলছে। তবে চলমান পরিস্থিতিতে ধানের চারা বড় হয়ে যাওয়ায় বীজতলা কোল্ড ইনজুরিতে ক্ষতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. আবু তালহা।
আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, শনিবারও দেশের তাপমাত্রা বৃহস্পতিবারের মতোই থাকতে পারে এবং আগামীকাল রোববার কুয়াশা বেড়ে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।