মনিরামপুরে সমাজসেবক জামাল হোসেনের ইন্তিকাল

0

 

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরে বিশিষ্ট সমাজসেবক ও খুলনার সাগর জুট মিলস্ লিমিটেডের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার জামাল হোসেন ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে সদর ইউনিয়নের ফতেয়াবাদ গ্রামের নিজ বাড়িতে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেলে ফতেয়াবাদ গ্রামের বটতলা মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে জামাল হোসেনের মৃত্যুর খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, মাওলানা মোশাররফ হোসেন, অধ্যক্ষ মফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বাড়িতে গিয়ে রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুরূপ সমবেদনা জানান বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, আবদুল হক, রিপন, মোতাহারুল ইসলাম মোক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।