চৌগাছায় মেছোবাঘ উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় গত বৃহস্পতিবার রাতে একটি মেছোবাঘ ধরা পড়ে। শুক্রবার মেছেবাঘটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামের আইনাল হোসেনের বাড়ি থেকে প্রায় রাতেই হাঁস মুরগি ধরে একটি প্রাণী পালিয়ে যায়। বাড়িটি কপোতাক্ষ নদের ধারে কিছুটা মাঠের মধ্যে হওয়ায় তিনি শিয়াল ধরতে ফাঁদ পাতেন। বৃহস্পতিবার রাতে ওই ফাঁদে আটকা পড়ে মেছোবাঘটি। তার গর্জনে বাড়ি মালিকসহ সকল সদস্য ঘুম থেকে উঠে এসে মেছবাঘটি দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় গ্রামবাসী একত্রিত হয়ে অক্ষত অবস্থায় ফাদ থেকে বাঘটি উদ্ধার করে খাচাবন্দি করেন। শুক্রবার সকালে বনবিভাগকে খবর দিলে তারা মেছবাঘটি নিয়ে যান। ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান বলেন, মেছোবাঘটি বন বিভাগের কর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।