সুন্দরবনে অবৈধভাবে পারশে পোনা শিকারের অভিযোগে ১০ জেলে আটক

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনে বিভিন্ন নদী ও খালে অবৈধভাবে পারশে মাছের পোনা শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে বনবিভাগ। গত বৃহস্পতিবার রাতে পশুর নদী সংলগ্ন বগুড়া খাল এলাকায় বন বিভাগের দুটি ক্যাম্পের বনরক্ষীরা যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার পারশে মাছের পোনা জব্দ করা হয়। পূর্ব সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট স্টেশনের অফিসার (এসও) সুরজিৎ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
আটক জেলেরা হচ্ছেন, ইউসুফ শেখ (৪৩), হাফিজ গাইন (৪৫), কামাল সানা (৪২), হালিম শেখ (৪০), শামিম শেখ (২৭), আজিজ গাজী (৩৮), জামাল শেখ (৪৫), হাবিবুর গাজী (৬৫), পিন্টু সানা (৪০) ও হাবিবুর রহমান সানা (৫০)। তাদের সবার বাড়ি খুলনা জেলার দাকোপ থানার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
বন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, একটি পারশে মাছের পোনা আহরণের বিপরীতে কমপক্ষে ১১৯ প্রজাতির চিংড়ি, ৩১২ প্রাণী কণা ও ৩১টি অন্য প্রজাতির মাছের পোনা ধ্বংস হয়। পারশের পোনা শিকারে জেলেরা নিষিদ্ধ মনোফিলামেন্ট বা মশারি জাল ব্যবহার করায় শতাধিক প্রজাতির সামুদ্রিক মাছের পোনা নষ্ট হচ্ছে। এতে সুন্দরবন এলাকায় আশঙ্কাজনকহারে মাছের উৎপাদন কমছে। এজন্য পারশে মাছের পোনার পাশাপাশি সুন্দরবনের অভ্যন্তরে সব মাছের রেণু পোনা শিকার সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে একদল অসাধু জেলে পারশে মাছের পোনা শিকার করে পশুর নদী হয়ে বাড়ি ফিরছিলেন। গোপনে এ সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পশুর নদী সংলগ্ন বগুরা খাল এলাকা থেকে ১০ জেলেকে আটক করা হয়।
আটক ১০ জেলেকে সিওআর (কম্পাউন্ড অফেন্স রিপোর্ট) মামলার মাধ্যমে অর্থদ- ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, সুন্দরবনের অভ্যন্তরে কোথাও পারশে পোনা ধরার অনুমতি দেওয়া হয় না। কেউ আইন অমান্য করে বেআইনিভাবে মাছের পোনা শিকার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।