রাজগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে রাজগঞ্জ আঞ্চলিক বিএনপির উদ্যোগে স্থানীয় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সভায় সভায় সভাপতিত্ব করেন ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সমাজসেবক মাস্টার হুমায়ন কবির। প্রধান আলোচক ছিলেন ঝাঁপা ইউনিয়ন বিএনপি নেতা রিপন বিশ্বাস। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাাসেবক দলের আহ্বায়ক বিল্পব হোসেন, যুবদল নেত্ াআব্দুল ওয়াদুদ ও মিলন বিশ্বাস প্রমুখ। সভাশেষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে।