সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে থেকে ৫ লাখ টাকাসহ স্বর্ণালংকার চুরি

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা সাড়ে ৫ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। শুক্রবার ভোরে শহরের মধুমোল্লারডাঙ্গী এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম রাসেলের স্ত্রী শারমিন সুলতানা জানান, তারা বাড়িতে ছিলেন না। আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সকাল ১০ টার দিকে স্থানীয়রা মোবাইল ফোনে জানান, তাদের ঘরের জালানার গ্রিল কাটা। তিনি এসে ঘরে ঢুকে দেখেন চোরেরা তাদের আলমারি ভেঙে ড্রয়ারে থাকা সাড়ে ৫ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সোহেল আহমেদ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’