জাতীয় গোলডকাপ ফুটবল বালিকা অনুর্ধ্ব-১৭ জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ঝিকরগাছা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা অনুর্ধ্ব-১৭ জেলা পর্যায়ে ঝিকরগাছা উপজেলা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্প্রতিবার বিকাল ৩টায় যশোর যশোর শামছুল হুদা স্টেডিয়ামে ঝিকরগাছা বনাম শার্শা উপজেলা অনুর্ধ্ব-১৭ বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়।

খেলার দ্বিতীয়ার্ধ্বে ঝিকরগাছা উপজেলা দলের ৯নং জার্সি পরিহিত কেয়া খাতুন গোল করে দলকে এগিয়ে নেয়। খেলায় আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে ঝিকরগাছা ফুটবল দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ঝিকরগাছা দলের সুস্মিতা রায় ও সেরা খেলায়ার নুরজাহান নির্বাচিত হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, জেলা ক্রীড়া শিক্ষা অফিসার মোঃ খালিদ জাহাঙ্গীর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান, ঝিকরগাছা উপজেলা জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ, আইসিটি অফিসার ও নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মঈদুল ইসলাম, ঝিকরগাছা স্পোটস্ ক্লাবের আহবায়ক ও সাবেক জাতীয় ফুটবল দলের গোলরক্ষক (কোচ) মোস্তাফিজুর রহমান মুন্না, সাবেক ফুটবলার কৃষ্ণপদ পাল, আবু হেনা মোস্তফা কামাল, শফিকুল ইসলাম, মিজানুর রহমান প্রমূখ।