যশোরে তারুণ্য উৎসবে জিরো ওয়েস্ট ক্যাম্পেইন ও সেমিনার অনুষ্ঠিত

0

 

স্টাফ রিপোর্টার ॥ “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেছেন, দেশের তরুণরা কেনো দেশকে বদলে দেয়ার কথা বলছে সেটি অনুধাবন করার সময় এসেছে। দেশের তরুণ সমাজ বৈষম্যহীন দেশ গঠনের যে তাগিদ দিচ্ছে সেটির যথাযথ মূল্যায়নের সময় এখন। এ জন্য সারা দেশে তারুণ্য উৎসব করছে সরকার।
বুধবার বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সেমিনারে সভাপতিত্ব করেন, যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম।
এ সময় অন্যান্যর মধ্যে আলোচনা করেন, যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।
সেমিনারের শুরুতে যশোর সরকারি এমএম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. হামিদুল হক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব ইবনে সান ও যশোর জিলা স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী সরজিৎ সরকার তারুণ্যের ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে আগামীর বাংলাদেশ নিয়ে নানা মতামত তুলে ধরা হয়।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে তারুণ্য উৎসব উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জিরো ওয়েস্ট ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। যশোর কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে আলোচনা সভা ও সেমিনারে মিলিত হয়। র‌্যালিতে বিভাগীয় কমিশনার ছাড়াও জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিরো ওয়েস্ট ক্যাম্পেইন উপলক্ষে শিল্পকলা একাডেমীর দেয়ালে জুলাই বিপ্লবের সময় যশোরের বিভিন্ন দেয়ালে আঁকা গ্রাফিতি ও বিক্ষোভের ছবি প্রদর্শন করা হয়।