যবিপ্রবিতে ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার শীর্ষক ট্রেনিং

0

যবিপ্রবি সংবাদদাতা॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) প্রকৌশল দপ্তরের আয়োজনে ফায়ার এক্সটিংগুইসারের ব্যবহার শীর্ষক উন্মুক্ত ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ট্রেনিং শুরু হয়। এতে হাতেকলমে কোনো স্থানে অগ্নিকা-ের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে আনার ও এক্সটিংগুইসার ব্যবহারের নিয়মাবলী শেখানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচএম জাকির হোসেন বলেন, আমরা মূলত সকলকে হাতেকলমে শেখানোর জন্যেই এ ট্রেনিংয়ের আয়োজন করেছি।
ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হোসাইন আল মামুন।