যশোর পৌরসভার সাবমার্সিবলের বিল আপাতত স্থগিত

0

 

স্টাফ রিপোর্টার॥ আপাতত সাবমার্সিবল বিল স্থগিত হয়ে গেল। বুধবার সকালে যশোরের পৌর প্রশাসক রফিকুল হাসান পৌর নাগরিক কমিটি ও বিশিষ্ট নাগরিকবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা আহবান করেন। পৌর প্রশাসকের আহ্বানে পৌর নাগরিক কমিটির আহ্বায়ক শওকত আলী খান, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, প্রফেসর ইসরারুল হক, নাজিমউদ্দীন তসলিম উর রহমান, সাঈদ নাসির আহমেদ সেফাড, এস এম কামরুজ্জামান যশোরী, শুকুর আলী, লুৎফর রহমান, নওরোজ আলম খান চপল, মনি খান, রেয়াদ রহমান, কাজী এমদাদুল হক দুলাল, কামরুজ্জামান, জান্নাতুল ফেরদৌস অন্তরা, নাগরিকদের মাস্টার নুর জালাল, মাসুদুজ্জামান মিঠু, মোবাশ্বর হোসেন বাবু, আহাসান উল্লাহ ময়না প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পৌর প্রশাসক রফিকুল হাসান প্রশাসক হিসেবে কার্যক্রমের বর্ণনা দিয়ে বলেন, অর্থ সংকটে কাজ পরিচালনা করতে পারছি না। কর্মকর্তা- কর্মচারীদের বেতন দিতে পারছি না। সরকারি আইন অনুযায়ী সাবমার্সিবল বিল ধার্য করা হয়েছে। যাদের শুধু সাবমার্সিবল আছে তারাই এর আওতায় আসবেন। নাগরিকরা যাতে এই বিল পরিশোধ করে পৌরসভার উন্নয়নমূলক কাজে সহয়তা করে তার জন্যে বিশেষভাবে অনুরোধ করেন তিনি।
পৌর প্রশাসকের অনুরোধের জবাবে পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, সাবমার্সিবল বিল বিতরণ না করে এই সভা আহ্বান করলে আরো ভালো হত। একই সাথে দীর্ঘ দিন পর ড্রেন যথাযথভাবে পরিষ্কার করায় তাকে ধন্যবাদ জানান।
দীর্ঘ ২ ঘণ্টার আলোচনা শেষে পৌর প্রশাসক রফিকুল হাসান সাবমার্সিবল বিল আপাতত স্থগিত করেন।
এরপর পৌর নাগরিক কমিটির আহ্বায়ক শওকত আলী খান ও সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু এক বিবৃতিতে আজ ২৩ জানুয়ারি দুপুর ১২ টায় ঘোষিত পৌরসভায় অবস্থান কর্মসূচি স্থগিত করেন।