চৌগাছায় হত্যা মামলার আসামির ওপর দুর্বৃত্তদের হামলা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় দুর্বৃত্তদের হামলায় রুহুল আমিন (৬৫) নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা গ্রামের আলী আকবরের ছেলে। মঙ্গলবার সকালে উপজেলার হয়াতপুর গ্রামের মাঠে এই হামলার ঘটনা ঘটে। আহত রুহুল আমিন একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।

থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার পাতিবিলা গ্রামের রুহুল আমিন মঙ্গলবার সকালে পাশের হয়াতপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে তার গতিরোধ করে দুর্বৃত্তরা পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে চলে যায় তাকে। স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্যে তাকে দ্রুত যশোরে রেফার করা হয়।

থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলায় আহত রুহুল আমিন পাতিবিলা গ্রামের ইউপি সদস্য ঠান্ডু হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।