ঝিকরগাছার আন্তঃইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়ায় ৩ দিনব্যাপী আন্তঃইউনিয়ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শিমুলিয়া কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর।
উদ্বোধনপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শিমুলিয়া কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম। প্রতিযোগিতায় ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক ও শিমুলিয়া কলেজের প্রতিষ্ঠাতা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম মোস্তাফিজুর রহমান চান্দুর ছোটভাই আশরাফুজ্জামান আশা, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, শিমুলিয়া কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মিজানুর রহমান, থানার এস আই মোশারেফ হোসেন, শিমুলিয়া মিশনের পালক পুরোহিত রেভা ফাদার দানিয়েল মন্ডল, মোকামতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফুর প্রমুখ।
খেলাধুলার মধ্যে ছিল, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এ গ্রুপ বালক ২০০মিটার দৌড়, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ, বি গ্রুপ ১০০ মিটার দৌড়, মোরগ লড়াই, বাস্কেটবল নিক্ষেপ। এ গ্রুপ বালিকা চেয়ার সিটিং, মার্বেল চামচ, গণিত কুইজ, বি গ্রুপ বালিকা ১০০ মিটার দৌড় প্রভৃতি। আগামী ২২ জানুয়ারি শিমুলিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম মোস্তাফিজুর রহমান চান্দুর ২২তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভার মধ্যে দিয়ে ৩ দিনের এই কর্মসূচি সমাপ্ত হবে।