শার্শা উপজেলা বিএনপির শীর্ষ ৪ পদের নির্বাচন ২৪ জানুয়ারি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলা বিএনপির শীর্ষ চারটি পদে (সভাপতি, সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক) ১০ জন মনোনয়ন জমা দিয়েছেন।
সোমবার জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন। এসময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সদস্য ও নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
শীর্ষ চারটি পদের মধ্যে সভাপতি পদে খায়রুজ্জামান মধু, নুরুজ্জামান লিটন ও রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক পদে আবুল হাসান জহির, অ্যাড. মোস্তফা কামাল মিন্টু, কুদ্দুস আলী এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল আলম বাবু, সালাহ উদ্দিন, আব্দুর রউফ মন্টু ও তাজ উদ্দিন মনোনয়ন জমা দেন। আগামী ২৪ জানুয়ারি ভোট গ্রহণ হবে।