মেডিকেল ভর্তি কোটা বাতিলের দাবিতে যশোরে আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্ররা

0

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের মূল ভিত্তি ছিল কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে কোটা প্রথার পতন হয়েছে। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় যে কোটা ব্যবস্থা আমরা দেখছি, এটা কোনো ভাবেই কাম্য নয়। এই কোটা ব্যবস্থাকে আমরা আবারও প্রত্যাখ্যান করছি।
সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটা বহাল রেখে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন যশোর মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে ছাত্রনেতারা এসব কথা বলেন।
মানবন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহবায়ক রাশেদ খান বলেন, কোটা বাতিলের জন্য মাত্র কয়েক মাস আগেই দুই হাজারেরও বেশি মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষের অঙ্গহানি হয়েছে। এদেশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদের বিদায় হলেও এখনো সেই ছাত্রদের কোটা বাতিলের দাবিতে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। এটি খুবই দুঃখজনক। এটি জুলাই বিপ্লবের সাথে বেঈমানি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
রাশেদ খান আরও বলেন, একজন ভর্তি পরীক্ষায় ৭২ পেয়ে চান্স পায় না আর একজন ৪৪ পেয়ে কীভাবে চান্স পায়? এ ধরনের বৈষম্য এখনও দেখতে হচ্ছে। এটা আমরা মেনে নিতে পারিনা। এ বৈষম্য দূর না করলে ছাত্র-জনতা আবারো কঠোর আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হবে বলে তিনি জানান।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মীরা শহরের শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। পরে তারা সেখানে মানবন্ধন করে নানা স্লোগান দিতে থাকে। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফোয়ারা অন্তরা, সামিউল ইসলাম শিমুল প্রমুখ।