জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে দেশের মানুষ আজ দুধে ভাতে থাকতো -অধ্যাপক নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনো ক্ষমতার পেছনে দৌঁড়াননি। ক্ষমতা তার পেছনে ছুটেছে। ৭১ সালের মুক্তিযুদ্ধে যখন রাজনীতি ব্যর্থ হয়েছিল কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ ও জাতিকে তিনি উজ্জীবিত করেছিলেন। বিএনপির আদর্শ দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আদর্শ সমুন্নত রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, তার উন্নয়ন কর্মকান্ড সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। সফল নেতৃত্বে সারাবিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি আরো বেশিদিন জীবিত থাকলে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার মধ্যে শক্তিশালী দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতো। কিন্তু শুধু ভারত নয় আন্তর্জাতিক সম্প্রদায় সেদিন তা হতে দেয়নি। জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে আজ দেশের মানুষ দুধে ভাতে থাকতো। কর্মসংস্থানের জন্য জনগণের বাইরে যেতে হতো না।

শনিবার দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ৪৫ বয়সে একটি দেশের স্বাধীনতা ঘোষণা করা দূরদর্শিতার ব্যাপার। তিনিই বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমান জাতিকে একত্রে এনে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যান। খাল খনন, গাছ লাগানো, গ্রামাঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য স্বাস্থ্য ব্যবস্থাপনা, অর্থনীতি মজবুত করার জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রণয়ন, কৃষি উন্নয়নে সেচ ব্যবস্থাপনা, এক ফসলি জমিকে কয়েক ফসলি জমিতে রূপান্তর করা ও উৎপাদন বাড়ানোর সব ব্যবস্থা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আমলে দুর্নীতি কমে গিয়েছিল। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রশাসনকে শক্তিশালী করেছিলেন। যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করেছিলেন তিনি।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, আমরা শেখ মুজিবের শাসন দেখেছি। শেখ হাসিনার শাসন দেখেছি। তাদের দুঃশাসন আর লুটপাট, মানুষ হত্যা সর্বোপরি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এ দুঃশাসনের চিত্র মানুষকে অতিষ্ট করে দিয়ে গেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো তার পরিবারকে মেরে ফেলার জন্য কিভাবে নির্যাতন চালিয়েছে তাও দেশের মানুষ প্রত্যক্ষ করেছে।
তাই এদেশে জাতীয়তাবাদী শক্তি বিএনপি সকলকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে চায়। দেশে দুর্নীতি মুক্ত সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি আলোকিত মানুষ চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে জাতীয় সংসদ নির্বাচন করা এবং নির্বাচিত সংসদ ছাড়া শক্তিশালী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হয় না বলেন প্রধান অতিথি।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল চিকিৎসক, নার্স, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. উবায়দুল কাদির উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মো. মোজাম্মেল হোসেন, ডা. মো. আবু আহসান লাল্টু, ডা. মো. হারুন অফর রশীদ, ড. এ কে এম মেজবাহ-উর-রহমান।

ডা. মো. রবিউল ইসলাম তুহিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. মো. শরিফুল আরম খান, ডা. মো. ওহিদুজ্জামান আজাদ, ডা. আহসান কবির বাপ্পী, ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, নার্স নেত্রী শাহনাজ পারভীন তারা, তৃতীয় শ্রেণি কর্মচারী নেতা মো. মোস্তাকুল ও ৪র্থ শ্রেণির কর্মচারী নেতা মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। ডা. মো. মোজাম্মেল হোসেন দোয়া পরিচালনা করেন।